ছবি শেয়ার প্রতিযোগীতা আগস্ট, ২০১৬ এর বিজয়ীদের তালিকাঃ
ছবি শেয়ার প্রতিযোগীতা আগস্ট, ২০১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর কিছু ছবি,
বিস্তারিত ছবির জন্য এখানে ক্লিক করুন।
ছবি শেয়ার প্রতিযোগীতা আগস্ট, ২০১৬ এর প্রতিযোগীদের তালিকা ও পয়েন্টঃ
“নিজ বাগানের ছবি শেয়ার প্রতিযোগিতা”
আরবান রুফ গার্ডেনার্স সোসাইটি বৃক্ষ বন্ধুদের জন্য নিয়ে এলো দারুন সুযোগ। নিজ নিজ বাগানের ছবি শেয়ার করে প্রতিমাসেই জিতে নিন পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে পরিবেশ রক্ষাকারী মূল্যবান গাছ ।
কিভাবে ছবি শেয়ার করবেন?
আপনার নিজের ছাদ/ব্যালকনি/ইনডোর বাগানের নির্দিষ্ট কিছু গাছের অথবা সম্পূর্ণ বাগানের পরিষ্কার কিছু ছবি পাঠাতে হবে শুধুমাত্র আমাদের ফেসবুজ পেইজের ইনবক্সে। সেখান থেকে বাছাই করা কিছু ছবি আপনার নামসহ পোস্ট দেয়া হবে। আপনার ছবির পোস্টে পাওয়া লাইক, গঠনমূলক কমেন্টস ও শেয়ার এর উপর ভিত্তি করে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি পুরস্কার থাকছে প্রতিমাসেই ।
*** অফারটি সকলের জন্য উম্মুক্ত ।
*** প্রতিমাসের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে মাসের শেষ তারিখে এবং আরবান রুফ গার্ডেনার্স সোসাইটির অফিস থেকে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে পরবর্তী মাসের প্রথম শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে।
*** আমাদের ইনবক্সে পাওয়া ছবির ক্রমানুসারে পোস্ট করা হবে। ছবি পোস্ট হবার পর ছবি প্রদানকারীকে ইনবক্সে পোস্টের লিঙ্কটি জানিয়ে দেয়া হবে।
আগষ্ট, ২০১৬ মাসের বিজয়ীদের জন্য গিফট বক্সে থাকছে:
প্রথম পুরস্কারঃ
১) মালবেরীর চারা(০১টি)
২) মিশরীয় ডুমুরের চারা(০১টি)
৩) সাদা জবার চারা(০১টি)
৪) এগ্লোনিমার চারা(০১টি)
৫) অরিগানো চারা(০১টি)
দ্বিতীয় পুরস্কারঃ
১) মালবেরীর চারা(০১টি)
২) মিশরীয় ডুমুরের চারা(০১টি)
৩) লাল জবার চারা(০১টি)
৪) অরিগানো চারা(০১টি)
তৃতীয় পুরস্কারঃ
১) মালবেরীর চারা(০১টি)
২) লাল ড্রাগনের চারা(০১টি)
৩) চিতা লিলির চারা(০১টি)
৪) অরিগানো চারা(০১টি)
**শর্তসমুহঃ
১) আরবান রুফ গার্ডেনার্স সোসাইটির উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কোন সদস্য এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
২) ছবি অবশ্যই নিজের ছাদ/ব্যালকনি/ইনডোর বাগানের হতে হবে।
৩) কোন প্রকার এডিট করা ছবি গ্রহনযোগ্য হবে না।